মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে বেশ কয়েকটি তুষারধসের ঘটনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। এই নিয়ে পূর্বাঞ্চলে গত দু’দিনে তুষারধসে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে তারা। এসব তুষার ধসের কারণে ওই অঞ্চলের কয়েকশত পরিবার তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ তুষারধসের ঘটনা দেশটির গোর্নো-বাদাখশান স্বায়ত্তশাসিত অঞ্চলে ঘটেছে, এই অঞ্চলটির সঙ্গে চীন ও আফগানিস্তানের সীমান্ত আছে।

এ ঘটনায় বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঞ্জ শহরেও একইরকম দুর্যোগে দুই জনের মৃত্যু হয়েছে। হাইয়েতে গাড়ি চালানোর সময় হঠাৎ ভেঙে পড়ে ভারী বরফের টুকরো। বরফের নিচে চাপা পড়েন আরোহীরা।

সংবাদ মাধ্যমটি আরও জানায়, শীত মৌসুমে মধ্য এশিয়ার এদেশটিতে ৯৩ শতাংশ এলাকায় বরফের পর্বতে ঘেরা। এছাড়া প্রতিবছরই সেখানে তুষার ধসে প্রাণহানির ঘটনা ঘটে।