তীব্র তাপদাহে ইউরোপের দেশগগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তীব্র গরমে প্রতিনিয়তই বাড়ছে মৃত্যুর সংখ্যা। শুধু পর্তুগাল এবং স্পেনেই মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সেই সাথে বাড়ছে দাবানলের ঘটনা। এদিকে, পূর্ব এশিয়ার দেশ চীনে আগামী কয়েক দিনের জন্য জারি করা হয়েছে তাপ সতর্কতা।

তীব্র তাপদাহে অবস্থা সংকটাপন্ন ইউরোপের দেশগুলোর। স্পেনে তাপমাত্রা আরও বৃদ্ধি পয়েছে। এরই মধ্যে ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। পর্তুগাল এবং স্পেনে সাম্প্রতিক তীব্র তাপদাহে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

শুধু তাপদাহই নয়, দক্ষিণ-পশ্চিম ইউরোপজুড়ে চলছে ভয়াবহ দাবানল। পর্তুগালে দাবানল আপাতত নিয়ন্ত্রণে আসলেও স্পেন, ক্রোয়েশিয়া ও গ্রিসে দ্রুত বাড়ছে। ধ্বংস হয়েছে দেশগুলোর হাজার হাজার হেক্টর বনভূমি। দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে। ফ্রান্সের দাবানল পরিস্থিতিরও কোন উন্নতি হয়নি।

এদিকে, চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেড়েছে তাপমাত্রা। এখানকার শহুরগুলোতে আগামী ১২ দিনের জন্য উচ্চ-তাপমাত্রার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।

এছাড়া যুক্তরাষ্ট্রের কানসাস, ওকলাহোমা এবং টেক্সাস অঙ্গরাজ্যে এই সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।