তীব্র দাবদাহে পুড়ছে ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রায় সব জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে বিরাজ করছে, রাজ্যের ১১ জেলায় তাপপ্রবাহের জেরে জারি রয়েছে সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, তীব্র তাপপ্রবাহে সতর্কতা জারি রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায়। জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহ চলবে আরও কিছুদিন।

চলতি মাসের শেষ কয়েক দিন এবং মে মাসের শুরুতেও চলবে দাবদাহ। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, পশ্চিমের জেলাগুলিতে বইবে গরম হাওয়া। উপকূল সংলগ্ন জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দাবদাহে জ্বলছে দক্ষিণ ও উত্তরের জেলাগুলোও। পার্বত্য দুই জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী সাতদিন। আগামী চারদিন তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে বলেও আবহাওয়া দপ্তরের পূর্বভাসে বলা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদে যেতে মানা করা হয়েছে।