দিনেরবেলা ঠা ঠা রোদ। ঘরের বাইরে বের হলে গরমে যেন শরীর পুড়ে যাচ্ছে। শরীর থেকে দর দর করে ঝরছে ঘাম। বৈশাখের এমন তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ সারা দেশের মানুষ। চলমান তাপপ্রবাহ আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহওয়া অফিস।  এ সময়ে তাপমাত্রা আরও বাড়তে পারে।

শুক্রবার (১৯শে এপ্রিল) সন্ধ্যায় দেয়া এক পূর্বাভাসে এ কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। জনগণকে অত্যাধিক গরম সম্পর্কে সতর্ক রাখতে তিন দিনের হিট এলার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসে জলীয় বাষ্প  বাড়ায় শারিরীক অস্বস্তি আরও বাড়বে বলেই মনে করছেন তারা।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়াও চাঁদপুর, মৌলভীবাজার, ঢাকা জেলাসহ রাজশাহী বিভাগের কিছু অংশ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে । তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আগামী তিন দিন কুমিল্লা, কিশোরগঞ্জ অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দেশজুড়ে প্রচন্ড গরমে অস্বস্তিতে মানুষ, । তাপমাত্রা আগামীকাল আরো বাড়তে পারে। ময়মনসিংহ সিলেটের দিকে স্থানীয়ভাবে সামান্য বৃষ্টি পরতে পারে। তবে তার প্রভাবে তাপমাত্রায় তেমন হেরফের হবে না। এপ্রিলের বাকি দিন গুলোতেও ভারি বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে  আবহাওয়া অধিদপ্তর।