দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের অবসান। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রিয় জন্মভূমির মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি-২০২’ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সাথে সাথেই পুরো রাজধানী যেন এক বিশাল উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

তার স্বদেশে ফেরার এই মুহূর্ত ঘিরে মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে রাজধানীর ৩০০ ফিট এলাকা। দলীয় পতাকা-ব্যানার হাতে এক অনন্য উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি করেছেন নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই সমাবেশ বা সংবর্ধনাস্থল ৩০০ ফিটে আয়োজিত মঞ্চে উপস্থিত হবেন তিনি।

তারেক রহমানকে বরণে স্লোগানে প্রকম্পিত ৩০০ ফিট

এরই মধ্যে মঞ্চে আসীন হয়েছেন বিএনপির যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এছাড়া তারেক রহমানকে একনজরে দেখার জন্য অপেক্ষা করছেন লাখো নেতাকর্মী। ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে সবাই ব্যানার, পতাকা ও পোস্টার হাতে অভ্যর্থনা জানাতে প্রস্তুত রয়েছেন।

তারেক রহমান বীরের বেশে, ফিরে এলেন বাংলাদেশে, তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে; এমন স্লোগানে মুখরিত ৩০০ ফিট এলাকা। সরেজমিন দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীদের বিপুলসংখ্যক উপস্থিতি দেখা গেছে। তবে সংবর্ধনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাজ করছেন পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যরা।