বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হয়।
এ সময় সারাহ কুক বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রতি যুক্তরাজ্যের দীর্ঘদিনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জিও সাক্ষাৎ করেন।
এর আগে একই দিনে বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতরা।











