ইউরোপে যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে আবারও অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৩০ জন। স্থানীয় সময় মঙ্গলবার ডুবে যাওয়া ওই নৌকাটির সবাই আফ্রিকার নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলতি বছরের প্রথম তিন মাসে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে চার শতাধিক মানুষের প্রাণ গেছে। এই সংখ্যা গত ছয় বছরের মধ্যে সবচেয়ে বেশি। এ তথ্য জানিয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম।
অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশী নিয়ে ইউরোপে যাওয়ার সময় ফের একটি নৌকা ডুবে গেছে। এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১০ জন অভিবাসন প্রত্যাশী। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। কর্তৃপক্ষ জানায়, তারা সবাই সাব-সাহারান আফ্রিকান দেশগুলোর নাগরিক।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকা তিউনিশিয়া দক্ষিণাঞ্চলীয় শহর সাফেক্সের উপকূলের কাছে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দেশটির কোস্টগার্ডের সদস্যরা। বুধবার পর্যন্ত ৭২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন কর্তৃপক্ষ।
অর্থনৈতিক সংকট ও গৃহযুদ্ধের কারণে বিশ্বজুড়ে বাড়ছে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা। ২০১৭ সালের পর থেকে চলতি মাসের প্রথম তিন মাস ভূমধ্যসাগরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এই তিন মাসে অবৈধভাবে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ৪০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম।