ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই তিন মাসে দেশে ১২টি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহওয়া অফিস। এর মধ্যে অন্তত ৩ থেকে ৪টি তীব্র শৈত প্রবাহ, বাকিগুলো মৃদু ও মাঝারি। এছাড়া চলতি মাসের শেষ দিকে ঢাকায় শীত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আগামী দুদিনে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা কমতে পারে।
ডিসেম্বর থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গোটা দেশে শীতের আবহ বিরাজ করে। এরই মধ্যে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় হাড়কাঁপুনে শীত অনুভূত হচ্ছে। দিনাজপুর ও পঞ্চগড়ে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রিতে নেমে এসেছে।
তবে রাজধানী ঢাকাসহ দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে এখনো জেঁকে বসেনি শীত। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলছেন, হিমালয়ের পাদদেশ থেকে ঠাণ্ডা বাতাস আসায় দেশের উত্তর, পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে আগেভাগে শীতের দেখা মেলে। রাজধানীতে আগামী দুদিন রাতের তাপমাত্রা কিছুটা কমবে, আর চলতি মাসের শেষ দিকে শীতের তীব্রতা বাড়বে।
এবছর শীত মৌসুমে সারা দেশে মৃদু থেকে তীব্র অন্তত ১২টি শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ।
এছাড়া মৌসুমি বায়ুর কারণে ডিসেম্বর মাসে কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।