প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তিয়েনআনমেন স্কোয়ারে বীরদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিউগলে বেজে ওঠে দুই দেশের জাতীয় সঙ্গীত।
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী চীনা বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এর আগে স্কয়ারে তার আগমনে, চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়।
প্রধানমন্ত্রী তার চীনা সমকক্ষ লি কিয়াংয়ের আমন্ত্রণে ৮ থেকে ১১ই জুলাই পর্যন্ত চীনে চার দিনের দ্বিপাক্ষিক সফরে এখন বেইজিংয়ে অবস্থান করছেন