ভারী বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রোববার সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন,  ব্যারাজ পয়েন্টে তিস্তার পানির স্বাভাবিক মাপ ৫২.৬০ সেন্টিমিটার আর বর্তমানে পানি রয়েছে ৫২.৪৫ সেন্টিমিটার। এখন বিপদসীমার ১৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, তিস্তা ব্যারাজ এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, সিঙ্গামারি, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, গোবর্ধন, চন্ডিমারী পলাশী ও সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডাসহ ১৫টিগ্রামের নদী তীরবর্তী মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে।

বাড়ছে জেলার ধরলা, রত্নাই  এবং সতী নদীর পানিও। পানি বাড়ায় তিস্তার চরাঞ্চলের পাট, ভূট্টা, বাদামসহ সবজী ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

অন্যদিকে, শেরপুরের ঝিনাইগাতীর মহারশী ও সোমেশ্বরী নদীর পানি কমায় নিুাঞ্চলের প্লাবিত হওয়া ২৫টি গ্রাম থেকে পানি নেমে গেছে।