তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও সুষ্ঠু বণ্টনের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এ অবস্থায় পানি যেহেতু ভারত দেবে তারাই মহাপরিকল্পনা বাস্তবায়নে অংশ নেবে, এমন ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ জুলাই) বিকেল ৪টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন ইঙ্গিত দেন।

চীনের কাছ থেকে ঋণ নিলে কোন দীর্ঘমেয়াদি সমস্যায় পড়তে হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, চীনের সাথে কথা হয়েছে যে, যখন যতটুকু লাগবে ততটুকুই ঋণ নেবো। চীনের প্রেসিডেন্টকেও এটা জানিয়ে দেয়া হয়েছে। তাই ভয়ের কোন কারণ নেই।

এ সময় প্রত্যয় পেনশন স্কিম নিয়ে আন্দোলনকারী শিক্ষকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পেনশন নিয়ে তাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে। তিনি বলেন, সার্বজনীন পেনশন স্কিম করা হয়েছে দেশের সবার মঙ্গলের জন্য।

শনিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখেন, ‘আমেরিকা এত বড় কথা বলে। তাদের দেশে একজন বিরোধী দলের নেতার ওপর এমন হামলা কিভাবে হয়? এটা দুঃখজনক যে তারা এমন জঘন্য হামলা নিয়ন্ত্রণ করতে পারেনি।’