বৈশাখের শুরুতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে আকাশ অন্ধকার হয়ে আসে। শুরু হয় ঝরো হাওয়া, পরক্ষণেই নামে বৃষ্টি। তীব্র গড়ম থেকে রেহাই পায় মানুষ। যা রাজধানীবাসীকে স্বস্তি দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, তেজগাঁও, কারওয়ান বাজার, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক বৃষ্টিতে ভিজে গেছে। আবার অনেক এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা অনেকটাই কমবে। তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে।
এদিকে, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বুধবার দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা ছাড়াও রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।