‘তুরস্ক’ দেশটির নাম পরিবর্তন করে ‘তুর্কিয়ে’ করেছে জাতিসংঘ। বিশ্ববাসীর কাছে দেশটি এখন থেকে ‘তুর্কিয়ে’ নামে পরিচিতি পাবে। গত বুধবার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে দেশটির নাম পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি দেয় তুরস্ক। এতে সম্মতি জানায় জাতিসংঘ। এখন আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে নাম বদলানোর অনুরোধ জানানো হবে।
দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়ের এরদোগান গত বছর থেকে তুরস্ককে নতুন করে পরিচয় করিয়ে দেবার অংশ হিসেবে দেশের নাম ‘তুর্কিয়ে’ রাখার প্রচারণা শুরু করেন।
‘তুরস্কের মানুষের সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধের সবচেয়ে ভালো বহিঃপ্রকাশ এবং প্রতিনিধিত্ব করার জন্য তুর্কিয়ে সর্বোত্তম,’ গত ডিসেম্বরে এমন মতামত প্রকাশ করেন এরদোগান।
তুরস্কের বেশিরভাগ মানুষ এরই মধ্যে তাদের দেশকে তুর্কিয়ে হিসেবে জানে। তবে ইংরেজিতে করা ‘টার্কি’ নামটি আন্তর্জাতিক মহলে এবং দেশের ভেতরেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
প্রেসিডেন্ট এরদোগান যখন গত বছর নাম পরিবর্তনের ঘোষণা দেন, তখন থেকেই রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি তুর্কিয়ে শব্দটি ব্যবহার শুরু করে।
তারা জানায়, ‘টার্কি’ শব্দটি বড়দিন, ইংরেজি নববর্ষ এবং থ্যাঙ্কসগিভিং ডে-এর সাথে সম্পৃক্ত একটি পাখির নাম।
এছাড়া ক্যামব্রিজ অভিধানে ‘টার্কি’ শব্দটির অন্যতম অর্থ হচ্ছে – ‘যে জিনিস চরমভাবে ব্যর্থ’ অথবা ‘বোকা ব্যক্তি’।