তুরস্কে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের ৪৬ সদস্যের উদ্ধারকারী দল। সমন্বিত উদ্ধারকারী দলের সদস্যদের নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট সি-১৩০-এ মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকায় অবতরণ করে।
গত ৬ই ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধার সহায়তা ও চিকিৎসা দিতে সেনাবাহিনীর নেতৃত্বে ৪৬ সদস্যের একটি দল ৮ই ফেব্রুয়ারি তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। পরদিন বৃহস্পতিবার দলটি তুরস্কের আদানা মিলিটারি বেইসে পৌঁছে। সেখান থেকে ৩৫০ কিলোমিটার দূরের গন্তব্য আদিয়ামানের উদ্দেশে বাসে রওনা হন দলের সদস্যরা। আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।
১৫ই ফেব্রুয়ারি উদ্ধারকারী দলের সদস্যদের দেশে ফিরে আসার কথা ছিল। তবে তুরস্ক সরকারের অনুরোধে বাড়ানো হয় উদ্ধার অভিযানের মেয়াদ। সোমবার মধ্যরাতে আদানা বিমানবন্দর থেকে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে উদ্ধারকারী দলের সদস্যরা বাংলাদেশের পথে রওনা হন। সপ্তাহব্যাপী উদ্ধার তৎপরতা শেষে মঙ্গলবার দলটি দেশে ফিরে আসে।