ঢাকায় এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্যায়ের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৪-০ গোলে জয় পায় বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেন আকলিমা খাতুন। এছাড়া স্বপ্না করেন একটি গোল। আরেকটি গোল হয় আত্মঘাতি।
ঘরের মাঠে শুরু থেকে বল দখলের আধিপত্য বজায় রেখেছিলো স্বাগতিকরা। তবেস্বপ্ন, রিপাদের একাধিক চেস্টা রুঁখে দেন তুর্কমেনিস্তানের গোলরক্ষক। খেলার প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আকলিমার গোলে প্রথম লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ।
প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আকলিমা। স্বপ্নার কর্নার থেকে আকলিমার শট গোলরক্ষক ফিরিয়ে দিলে জটলা তৈরি হয়। পরে আকলিমার পায়ে বল গেলে কোন ভুল করেননি তিনি। নিখুঁত ভলিতে বল জালে পাঠিয়ে লিড এনে দেন দলকে।৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আকলিমা খাতুন। ডান দিক থেকে ইতি খাতুনের ক্রসে আকলিমা ডান পায়ের ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন।
৮১ ও ৮২ মিনিটে দুটি গোল করে ব্যবধান ৪-০ করে বাংলাদেশ। দুটি গোলই করেন স্বপ্না রানী। প্রথমটি করেন ডান দিক থেকে ইতির ক্রস থেকে হেডে এবং দ্বিতীয়টি বাম দিক থেকে নেওয়া শটে।