প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে গেছেন শেখ কামাল। বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামালের প্রতিভার পূর্ণ বিকাশের আগেই তাকে হত্যা করা হয়েছে। শনিবার বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী ও জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূলের মেধাবী ক্রীড়াবিদদের মেধাবিকাশের সুযোগ করে দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক ক্যাপ্টেন শেখ কামালের চুয়াত্তরতম জন্মবার্ষিকী ৫ই আগস্ট। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে পরিবারের অন্য সদস্যদের সাথে নিহত হওয়ার আগে মাত্র ২৬ বছর বয়সে ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ কামালের জন্মদিন উদযাপন ও জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে ১০ জন ব্যক্তি ও দুটি সংগঠনকে পুরস্কার দেয়া হয়। পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ৫০০ জন উদীয়মান ক্রীড়াবিদকে ১ কোটি টাকার বঙ্গবন্ধু ক্রীড়া বৃত্তি দেয়া হয় অনুষ্ঠানে।

TTT

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সন্তান হয়েও সাধারণ জীবন যাপন করতেন শেখ কামাল। তিনি কখনো অর্থ উপার্জন করা কিংবা নেতা হতে চাননি। খেলাধুলা, সংস্কৃতিসহ সব ক্ষেত্রে দেশের উন্নয়ন করতে চেয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা এদেশে স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন। সে সংগ্রামের পথ দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর জাতির পিতা এদেশের খেলাধুলার উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছিলেন। আমাদের পরিবার সব সময় ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ছিল।

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় শেখ কামালের অবদানের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, খেলাধুলায় বাংলাদেশ যে এগিয়ে তার ভিত তৈরি করে দেয় শেখ কামাল। শেখ কামাল বেঁচে থাকলে আমাকে এত বড় দায়িত্ব নিতে হতো না। শেখ কামাল বেঁচে থাকলে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা রাখতে পারত।

ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সব দিকেই বাংলাদেশ অগ্রগামী এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী সারাদেশে থাকা মেধাবীদের খুঁজে বের করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সারাদেশে অনেক মেধা লুকিয়ে আছে। তাদের খুঁজে বের করুন। তারা বিশ্ব দেশের মুখ উজ্জ্বল করবে।

জাতির সার্বিক উন্নয়নে ক্রীড়া ও সংস্কৃতির উন্নতিও জরুরি এমন মন্তব্য করে সরকারপ্রধান খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সরকারের পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানান।