চট্টগ্রাম টেস্টে হঠাৎই ছন্দপতন হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কার বোলারদের দাপটে পরপর তিন উইকেট হারানোর পর প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মাঠ থেকে উঠে গেছেন সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮১ রান। সফরকারীদের থেকে এখনও পিছিয়ে আছে ৭৯ রান। মাঠে আছেন লিটন দাস ও মুশফিকুর রহিম।

দ্বিতীয় দিনের ৭৬ রান করা বাংলাদেশ দল মঙ্গলবার (১৭ই মে) সকাল ১০টায় নির্ধারিত সময়েই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু করে। এদিন শুরু থেকেই হাত খুলে ব্যাট চালান তামিম ইকবাল। শ্রীলঙ্কান বোলারদের শাসন করে তুলে নেন শতক।

তৃতীয় দিনের শুরুতে ওয়ানডে স্টাইলে ব্যাট করে ক্যারিয়ারের ৩২তম হাফসেঞ্চুরি তুলে নেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার সঙ্গী মাহমুদুল হাসান জয়ও পান অর্ধশতকের দেখা। ১০৬ বল মোকাবিলা করে তিনি করেন ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। তাদের জুটিতে এগিয়ে থেকে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা।

তবে, লাঞ্চের পর খেলা শুরু হতেই প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। ৪৯তম ওভারে আশিথা ফার্নান্দোর বলে নিরোশান ডিকেওয়েলার হাতে ক্যাচ তুলে দেন। জয়ের বিদায়ের পরই সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। এজন্য তিনি খরচ করেন ১৬২ বল। তামিমের ক্যারিয়ারের দশম সেঞ্চুরি এটি।

তামিম সেঞ্চুরি তুলে নেওয়ার পরপর দুই উইকেট হারায় বাংলাদেশ। নাজমুল হাসান শান্ত ১ রান ও মুমিনুল হক সাজঘরে ফেরেন ২ রানে। এরপর আবার মুশফিককে নিয়ে জুটি গড়েন তামিম ইকবাল।

তবে চা বিরতির পর আর মাঠে নামেননি তামিম। অসুস্থ হয়ে পড়েন তিনি। যে কারণে মাঠে নামেন লিটন দাস। এই দুজন এখন এগিয়ে নিচ্ছেন টাইগারদের। অবশ্য তামিম ইকবাল এখনো মাঠে নামতে পারবেন। ১৩৩ রানে অপরাজিত আছেন তিনি।

এর আগে প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।