à¦à§‹à¦œà§à¦¯à¦¤à§‡à¦²à§‡à¦° দাম নিয়ে ডিলার ও খà§à¦šà¦°à¦¾ বà§à¦¯à¦¬à¦¸à¦¾à§Ÿà§€à¦°à¦¾ কথা রাখেনি বলে জানিয়েছেন বাণিজà§à¦¯à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ টিপৠমà§à¦¨à¦¶à¦¿à¥¤ তিনি বলেন, রমজান মাসে বà§à¦¯à¦¬à¦¸à¦¾à§Ÿà§€à¦¦à§‡à¦° অনà§à¦°à§‹à¦§ করেছিলাম দাম সহনীয় পরà§à¦¯à¦¾à§Ÿ রাখতে। কিনà§à¦¤à§ ডিলার ও খà§à¦šà¦°à¦¾ বà§à¦¯à¦¬à¦¸à¦¾à§Ÿà§€à¦°à¦¾ আমার অনà§à¦°à§‹à¦§ রাখেননি। তাদের অনà§à¦°à§‹à¦§ করা আমার বড় à¦à§à¦² হয়েছে।
আজ সোমবার (৯ই মে) দà§à¦ªà§à¦°à§‡ সচিবালয়ে বাণিজà§à¦¯ মনà§à¦¤à§à¦°à¦£à¦¾à¦²à§Ÿà§‡à¦° সà¦à¦¾à¦•à¦•à§à¦·à§‡ à¦à§‹à¦œà§à¦¯à¦¤à§‡à¦²à§‡à¦° বাজার বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾à¦ªà¦¨à¦¾ নিয়ে আয়োজিত সংবাদ সমà§à¦®à§‡à¦²à¦¨à§‡ সাংবাদিকদের à¦à¦• পà§à¦°à¦¶à§à¦¨à§‡à¦° জবাবে তিনি ঠকথা বলেন।
তেলের দাম বৃদà§à¦§à¦¿ মনà§à¦¤à§à¦°à¦£à¦¾à¦²à§Ÿà§‡à¦° বà§à¦¯à¦°à§à¦¥à¦¤à¦¾ কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের বà§à¦¯à¦°à§à¦¥à¦¤à¦¾ ঠিক, কারণ বলেছিলাম রমজানকে সামনে রেখে দাম বাড়াবেন না। কিনà§à¦¤à§ তারা ঈদের সাতদিন সেই কথা রাখেননি। আমাদের সব অরà§à¦—ানাইজেশনকে বলেছি, যে দাম নিরà§à¦§à¦¾à¦°à¦¿à¦¤ আছে সেটি যাতে ঠিক রাখা হয়।
বাণিজà§à¦¯à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ বলেন, তেল নিয়ে কোথায় কোথায় সমসà§à¦¯à¦¾ হয়েছে সেটা চিহà§à¦¨à¦¿à¦¤ করেছি। আমরা তা পà§à¦°à¦•à¦¾à¦¶ করব। à¦à¦–ন যে তেল কিনছি ১৯৮ টাকায় সে তেল à¦à¦²à¦¸à¦¿ করা হয়েছিল অনà§à¦¤à¦¤ ৪৫ দিন আগে। সে সময় আনà§à¦¤à¦°à§à¦œà¦¾à¦¤à¦¿à¦• বাজারে দাম কত ছিল জানতে চাইলে বাণিজà§à¦¯à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ বলেন, কে কত দামে খà§à¦²à§‡à¦›à§‡ (à¦à¦²à¦¸à¦¿) সেটার চেয়ে বড় কথা যে মাসটা ঠিক করি আমরা, সে মাসে তারা কত দামে কà§à¦²à¦¿à§Ÿà¦¾à¦° করল। সবগà§à¦²à§‹ à¦à¦²à¦¸à¦¿ কত দামে তারা চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦® বনà§à¦¦à¦° থেকে কà§à¦²à¦¿à§Ÿà¦¾à¦° করল, সেটা ধরে করেছি।
তিনি বলেন, à¦à¦Ÿà¦¾ যে আজকে ২৫০ টাকা হচà§à¦›à§‡, সেটা ধরে হচà§à¦›à§‡ না। কত আগে খà§à¦²à§‡à¦›à§‡ সেটা মূল বিষয় নয়। কি দামে চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦® বনà§à¦¦à¦°à§‡ সব কà§à¦²à¦¿à§Ÿà¦¾à¦° হলো, সেটার গড় করে নিরà§à¦§à¦¾à¦°à¦£ করা হয়।
মনà§à¦¤à§à¦°à§€ আরও বলেন, গতকাল (রোববার) দাম ছিল ১ হাজার ৯৫০ ডলার (পà§à¦°à¦¤à¦¿ টন)। আমাদের নিরà§à¦§à¦¾à¦°à¦£ করার সময় ছিল ১ হাজার à§à§«à§¦ ডলার। তাই ৪০ বা ৪৫ দিন ফà§à¦¯à¦¾à¦•à§à¦Ÿà¦° না।