ময়মনসিংহের ত্রিশালে বাস দুর্ঘটনায় ৬জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আজ বুধবার (১১ই অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় পৌঁছালে চাকার হাওয়া বেরিয়ে যায়। পরে ওই বাসের কয়েকজন যাত্রী আরেকটি বাস সিগন্যাল দিয়ে থামান। সেই বাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে একটি বাস এসে ধাক্কা দেয়। এতে ৬ জনের মৃত্যু হয়।