আবারো বিদেশি পর্যটকদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক করছে থাইল্যান্ড। ২১ ডিসেম্বর মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে নতুন এই নিয়ম। থাইল্যান্ড সরকারের মুখপাত্র রাচাডা ধানাদিরেক বলেন, ২১শে ডিসেম্বরের পর থেকে আর কোনো টেস্ট এন্ড গো পদ্ধতির রেজিস্ট্রেশন থাকছে না। খবর রয়টার্স এর।

এর একদিন আগেই থাইল্যান্ডে ওমিক্রনের প্রথম স্থানীয় সংক্রমণ শনাক্ত হয়। এরপরই এই ঘোষণা দিল দেশটি।

এতদিন দেশটিতে ‘টেস্ট এন্ড গো’ পদ্ধতি চালু থাকলেও এখন সেটি বাতিল হতে যাচ্ছে। এখন থেকে বিদেশিদের জন্য ৭ থেকে ১০ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক থাইল্যান্ডে।