থাইল্যান্ডেও বেশ কিছুদিন ধরে চলছে তাপপ্রবাহ। তীব্র গরম ও তাপপ্রবাহে দেশটিতে চলতি বছরে এ পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তরপূর্বাঞ্চলে। এ অবস্থায় দেশজুড়ে হিট অ্যালার্ট অব্যাহত রেখেছে দেশটির কর্তৃপক্ষ। খুব শিগগিরিই সেখানে বৃষ্টির সম্ভবনা নেই বলেও জানিয়েছে দেশটির আবহাওয়াবিদরা।
গেল বছর ২০২২ সালে এই সংখ্যা ছিল ৩৭ জন। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ৫ মাসেই থাইল্যান্ডে প্রায় দ্বিগুণে পৌঁছেছে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা।
২০২৪ সালের মার্চ মাস থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে থাইল্যান্ডে। অসহনীয় গরমের কারণে এ পর্যন্ত একাধিকবার দেশজুড়ে হিট অ্যালার্ট জারি করতে বাধ্য হয়েছে থাইল্যান্ডের সরকার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটির উত্তরপূর্বাঞ্চলে। ওই অঞ্চলটি কৃষিপ্রধান এলাকা।
এপ্রিল মাসে, থাইল্যান্ডে সর্বোচ্চ ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস (১১১.৬ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়।
২০২৩ সালে দেশটিতে সর্বোচ্চ ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল যা দেশটির ইতিহাসের সর্বোচ্চ জাতীয় রেকর্ড।