থাইল্যান্ড সীমান্ত থেকে শিশুসহ ৫৯ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়া পাঠানোর কথা বলে তাদের সাতুন প্রদেশের ডং দ্বীপে ফেলে রেখে গিয়েছিল পাচারকারীরা।  রোববার (৫ই জুন) ওই শরণার্থীদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে ব্যাংকক পোস্ট।

দেশটির সহকারী পুলিশ প্রধান সুরাচাতে হাকপার্ন এক বিবৃতিতে বলেছেন, মালয়েশিয়ার সীমান্তবর্তী সাতুন প্রদেশের ডং দ্বীপ থেকে এই রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ, ২৩ জন নারী এবং পাঁচ শিশু রয়েছে।

হাকপার্ন বলেন, “নৌকা চালক তাদের বলেছিল যে, তারা মালয়েশিয়ায় পৌঁছেছে। কয়েকদিন আগে দ্বীপটিতে তাদেরকে রেখে চলে যাওয়া হয়।”

থাইল্যান্ড শরণার্থীদেরকে মানবিক সহায়তা দিয়েছে। তাদের আরো জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বেআইনিভাবে থাইল্যান্ডে প্রবেশের জন্য তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন হাকপার্ন।