ক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শামীম শিকদার (৪০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী। সোমবার (১০ জুলাই) আফ্রিকান স্থানীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় রাত ১২টিার দিকে জোহানসবার্গ এলাকায় এ ঘটনা ঘটে।
শামীম শিকদার শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা গ্রামের মো. আনিছ শিকদারের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের চাচাত ভাই আবদুল জলিল শিকদার বলেন, প্রায় ১৪ বছর ধরে আফ্রিকায় থাকতেন শামীম। সেখানে তিনি মুদি দোকান চালাতেন। গত বছরের অক্টোবরে তিনি দেশে এসেছিলেন। সোমবার রাতে সন্ত্রাসীরা তার কাছে এসে মোটা অংকের চাঁদা দাবি করে। সেই টাকা দিতে না চাওয়ায় তাকে গুলি করে সন্ত্রাসীরা।
জোহানেসবার্গের প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে আব্দুল জলিল বলেন, সন্ত্রাসীরা চলে যাওয়ার পর শামীমকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকালে প্রবাসীদের মাধ্যমে শামীমের পরিবার এই সংবাদ পায়।
শামীমের স্ত্রী সৈয়দা নাসিমা আক্তার বলেন, আমার সন্তানরা এতিম হয়ে গেল। আমরা এখন কীভাবে বাঁচবো। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার স্বামী।
নিহতের বড় ছেলে আরিফ বলেন, আমার আব্বাকে বিদেশে সন্ত্রাসীরা মেরে ফেলেছে। এখন আব্বার লাশ যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়, তার জন্য সরকারের সহযোগিতা চাই।
নিহতের বাবা আনিছ শিকদার বলেন, শামীমের সঙ্গে প্রায় দিনই ফোনে কথা হইতো। সকালে শুনি আমার বাবায় আর নাই! এখন লাশটা আসুক এইটা চাই।
শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, আমরা নিহতের পরিবারের খোঁজ-খবর রাখছি। ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।