দেশের নারী বক্সিং ইতিহাসে বড় সাফল্য এনে দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বক্সার জিন্নাত ফেরদৌস। দক্ষিণ আফ্রিকার ডারবানে মেনডেলা আফ্রিকান বক্সিং কাপে জিন্নাত ফেরদৌস স্বর্ণ পদক জিতেছেন।
৫০ কেজি ওজন শ্রেণিতে প্রথম হন বাংলাদেশের এই নারী বক্সার। ফাইনালে জিন্নাত হারিয়েছেন ইথওপিয়ান বক্সার গাইজা বেতেলাহেমকে। এই সাফল্য জিন্নাতকে প্যারিস অলিম্পিকের কোয়ালিফাইং পর্বে ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে।
গত বছর এশিয়ান গেমসে সাফল্য পেতে ব্যর্থ হওয়ায় প্যারিস অলিম্পিকে খেলতে হলে জিন্নাতকে কোয়ালিফায়ার পর্ব পার হতে হবে। আগামী ২৫মে থেকে থাইল্যান্ডে শুরু হবে অলিম্পিক কোয়ালিফায়ার পর্ব।