প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলের নেতৃত্বের আর্মব্যান্ড হাতে পরেছিলেন মিচেল মার্শ। আর অভিষেকের দিনেই দুর্দান্ত এক ইনিংস উপহার দিলেন। তার সঙ্গে জ্বলে ওঠেন টিম ডেভিডও। এরপর তানভির স্যাঙ্ঘার স্পিনবিষে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল তারা।
বুধবার ডারবানে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়ে শুরুতেই উইকেট হারায় অজিরা। ইনিংসের তৃতীয় বলে ৬ রান করে ফেরেন ট্রাভিস হেড। এরপর মিচেল মার্শকে নিয়ে জুটি গড়েন ম্যাথু শর্ট। ৬৩ রানের এই জুটি ভাঙে শর্ট ১১ বলে ২০ রান করে ফিরলে।
দলীয় ৭০ ও ৭৭ রানের মাথায় আরও দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে এরপর টিম ডেভিডকে নিয়ে শতরানের জুটি গড়েন মার্শ। ডেভিড ২৮ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস করে ফেরেন। মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৯২ রান। তাতে ২২৬ রানের পাহাড়সম স্কোর গড়ে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নেন লিজার্ড উইলিয়ামস।
জবাবে ব্যাটে নেমে দলীয় ১ রানের মাথায় টেম্বা বাভুমা সাজঘরে ফেরেন। এরপর তিনে আসা ভ্যান ডুসেনকে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন রেজা হেনড্রিকস। ডুসেন ১১ বলে করেন ২১ রান। তার বিদায়ের পর আরও কোনো প্রোটিয়া ব্যাটার ক্রিজে দাঁড়াতে পারেননি। রেজা ৫৬ রানের ইনিংস খেলে প্রতিরোধ করলেও বাকিদের ব্যর্থতায় ২৭ বল বাকি থাকতেই ১১৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার তানভীর সাঙ্গা নেন ৪ উইকেট।