দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ কারণে নিউজিল্যান্ড, ভানুয়াতু, ফিজি ও কিরিবাতিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (১৯ মে) আঘাত হানা এ ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিলো ৭ দশমিক ৮। সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পটি ৩৮ কিলোমিটার ভূগর্ভ থেকে উৎপত্তি হয়েছে বলেও জানায় সংস্থাটি। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (নেমা) বলেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের এক হাজার কিলোমিটার এলাকায় শক্তিশালী এবং অস্বাভাবিক স্রোত এবং অপ্রত্যাশিত ঢেউ হতে পারে। ভানুয়াতু উপকূলে তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের এবং ফিজি, কিরিবাতি ও নিউজিল্যান্ড উপকূলে শূন্য দশমিক ৩ থেকে ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে ।

এ কারণে সাঁতারু, সার্ফার, মাছ ধরার ট্রলার এবং তীরের কাছাকাছি থাকা মানুষকে নিরাপদে থাকতে বলা হয়েছে।