বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দরিদ্র মানুষের জন্য বাজেটে কিছু নেই। যারা টাকা চুরি করেছে তাদের সুযোগ দিয়েছে। সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে। আজ শুক্রবার (১০ই জুন) জাতীয় প্রেসক্লাবে গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ যখন হিমশিম খাচ্ছে তখন আবারো গ্যাসের দাম বাড়িয়ে মরার ওপর খাড়ার ঘা অবস্থা তৈরি করেছে সরকার।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের দাম কমাতে এবং দেশ রক্ষায় আর সময়ক্ষেপণের সুযোগ নেই। সবাইকে ঐক্যবদ্ধ করে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। অবিলম্বে পদত্যাগ করুন নয়তো পালাবার পথ পাবেন না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করছেন মহানগর উত্তর-দক্ষিণ কমিটির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু ও আমুনুল হক।

সমাবেশ থেকে বক্তারা বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তা নাহলে এই আন্দোলন সামনের দিকে আরও বেগবান হবে। তখন সরকার পালানোর পথও খুঁজে পাবে না। এছাড়া মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ভারতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে ওলামা দলের সভাপতি মাওলনা নেচারুল হক বলেন, আমার প্রিয় নবীকে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে।