এশিয়া কাপ ক্রিকেটে দলগত পারফরম্যান্স করতে পারলে সাফল্য পাওয়া সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে বাংলাদেশ দলে মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করা। আজ রাজধানীর বাড্ডায় একটি অনুষ্ঠানে এসে এ কথা বলেন সাকিব।
তিনি বলেন, এ টি-টোয়েন্টি বা এশিয়া কাপে কতটুকু সফলতা আসবে বলাটা মুশকিল। খুবই স্বল্প সময়। কিন্তু আমি যেটা বললাম, এখানে আমাদের সবার একটা দায়িত্ববোধ আছে যার যার জায়গা থেকে। কোচিং স্টাফ থেকে শুরু করে সাপোর্ট স্টাফ, বিসিবি— সবাই যদি একসঙ্গে কাজ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় একটা পথযাত্রা শুরু হবে’, যোগ করেন সাকিব।
টি-টোয়েন্টির দায়িত্ব পাওয়াকে কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেছেন, ‘দেশকে প্রতিনিধিত্ব করতে পারা তো সব সময়ই গর্বের বিষয়। তাই আমি খুবই আনন্দিত, উত্তেজিত এবং নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত মনে করি।’
এশিয়া কাপে অধিনায়কের লক্ষ্য কী থাকবে, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘আমার কাছে কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন আমরা ভালো করতে পারি। তার প্রস্তুতি হিসেবে এগুলো। আমি যদি মনে করি, একদিন-দু’দিনে কিছু বদলে দিতে পারব কিংবা অন্য কেউ এসে বদলে দেবে তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি। যদি আপনি বাস্তব চিন্তা করেন, তিন মাস সময় আছে বিশ্বকাপের জন্য। একটা যদি উন্নতি দেখতে পারেন দলে, ওটাই আমাদের আসল উন্নতি।’