নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি এগুচ্ছে বলে জানান তিনি। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে দেশ ও জাতির জন্য ভালো। সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি হলে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ভোটারদের নিরাপত্তা দেয়া।

নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ভোট নিয়ে কোন শঙ্কা নেই। এসময় নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার আহবান জানান তিনি।