দà§à¦¬à¦¾à¦¦à¦¶ সংসদ নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ সà§à¦·à§à¦ ৠও অবাধ করতে রাজনৈতিক নেতৃতà§à¦¬à¦•à§‡ নিজেদের মধà§à¦¯à§‡ সমà¦à§‹à¦¤à¦¾ করার আহà§à¦¬à¦¾à¦¨ জানিয়েছেন নতà§à¦¨ পà§à¦°à¦§à¦¾à¦¨ নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনার (সিইসি) কাজী হাবিবà§à¦² আউয়াল। সোমবার (২৮ ফেবà§à¦°à§à§Ÿà¦¾à¦°à¦¿) নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনে দায়িতà§à¦¬ নেওয়ার পর সংবাদ সমà§à¦®à§‡à¦²à¦¨à§‡ সিইসি হাবিবà§à¦² আউয়াল নিরà§à¦¬à¦¾à¦šà¦£à§‡ সব দলকে মাঠে থাকার আহà§à¦¬à¦¾à¦¨ জানিয়েছেন।
সিইসি বলেন, নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনের শকà§à¦¤à¦¿ অসীম নয়। রাজনৈতিক দলগà§à¦²à§‹ যদি নিজেদের মধà§à¦¯à§‡ সমà¦à§‹à¦¤à¦¾ করতে না পারে, তবে আমরা ‘মà§à¦°à§à¦¬à§à¦¬à¦¿ হতে পারবো না।’ আমরা সà§à¦¨à§à¦¦à¦° নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à§‡à¦° মাধà§à¦¯à¦®à§‡ জাতিকে গà§à¦¡ গà¦à¦°à§à¦¨à§‡à¦¨à§à¦¸ à¦à¦¬à¦‚ à¦à¦¾à¦²à§‹ সংসদ গড়ে তোলার চেষà§à¦Ÿà¦¾ করবো। à¦à¦¦à¦¿à¦• থেকে আমাদের কোনও কারà§à¦ªà¦£à§à¦¯ থাকবে না।
হাবিবà§à¦² আউয়াল বলেন, লেà¦à§‡à¦² পà§à¦²à§‡à¦‡à¦‚ ফিলà§à¦¡ ইসি à¦à¦•à¦•à¦à¦¾à¦¬à§‡ করতে পারে না। রাজনৈতিক নেতৃতà§à¦¬à¦•à§‡ নিজেদের মধà§à¦¯à§‡à¦“ à¦à¦•à¦Ÿà¦¾ সমà¦à§‹à¦¤à¦¾ সৃষà§à¦Ÿà¦¿à¦° চেষà§à¦Ÿà¦¾ করতে হবে। আমার অà¦à¦¿à¦œà§à¦žà¦¤à¦¾, আলোচনার মাধà§à¦¯à¦®à§‡ সমসà§à¦¯à¦¾ কমে আসে। না হলে কিনà§à¦¤à§ দূরতà§à¦¬ বাড়তে থাকে। রাজনৈতিক দলগà§à¦²à§‹à¦° কাউকে না কাউকে অহংকার তà§à¦¯à¦¾à¦— করে আলোচনা করতে হবে। নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ করতে গেলে আমাদের à¦à§‚মিকা কী হবে? আমরা কতটা সংযত থাকবো? পারসà§à¦ªà¦°à¦¿à¦• à¦à¦•à§à¦¯à§‡ সহযোগিতামূলক আচরণ করবো?
নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ বরà§à¦œà¦¨à§‡à¦° ঘোষণা দেওয়া বিà¦à¦¨à¦ªà¦¿à¦•à§‡à¦“ আমনà§à¦¤à§à¦°à¦£ জানাবেন বলে জানান সিইসি। সংবাদ সমà§à¦®à§‡à¦²à¦¨à§‡ তিনি বলেন, ‘রাজনৈতিক নেতৃতà§à¦¬à§‡à¦° যে দায়িতà§à¦¬à¦Ÿà¦¾ রয়েছে সেটা যদি শেয়ার না করেন, তাহলে নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশন à¦à¦•à¦•à¦à¦¾à¦¬à§‡ যে কাজ করবে সেখানে সীমাবদà§à¦§à¦¤à¦¾ দেখা দেবে। আমাদের দায়িতà§à¦¬ আছে, রাজনৈতিক নেতৃতà§à¦¬à§‡à¦° কাছে আবদার করা, বিনয় করা, অনà§à¦¨à§Ÿ করা। রাজনৈতিক নেতৃতà§à¦¬à¦•à§‡ আমরা সহযোগিতা করবো। রাজনৈতিক নেতৃতà§à¦¬ যদি রাজনৈতিক নেতৃতà§à¦¬à¦•à§‡ সহায়তা না করে। পলিটিকà§à¦¯à¦¾à¦² লিডারশিপের যদি নà§à¦¯à§‚নতম সমà¦à§‹à¦¤à¦¾ না থাকে। আমিতো তাদের মà§à¦°à§à¦¬à§à¦¬à¦¿ হতে পারবো না। উনারা আমাদের চেয়ে অনেক বেশি জà§à¦žà¦¾à¦¨à§€, অনেক বেশি অà¦à¦¿à¦œà§à¦žà¥¤ আমরা অনà§à¦¨à§Ÿ-বিনয় করবো, আপনারা নিজেদের মধà§à¦¯à§‡ সমà¦à§‹à¦¤à¦¾ সৃষà§à¦Ÿà¦¿ করেন। à¦à¦•à¦Ÿà¦¾ চà§à¦•à§à¦¤à¦¿à¦¬à¦¦à§à¦§ হন যে, নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à¦Ÿà¦¾ সà§à¦¨à§à¦¦à¦°à¦à¦¾à¦¬à§‡ পরিচালনা করবেন, ওখানে সহিংসতা থাকবে না, কেউ কাউকে বাধা দেবে না।
সিইসি বলেন, রাজনৈতিক দলগà§à¦²à§‹ নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à¦•à§‡ অরà§à¦¥à¦¬à¦¹ করার জনà§à¦¯ সà§à¦¬ সà§à¦¬ অবসà§à¦¥à¦¾à¦¨ থেকে করণীয় না করলে, উনারা নিজেদের পà§à¦°à¦¶à§à¦¨ করবেন নাকি আমাদের পà§à¦°à¦¶à§à¦¨à¦¬à¦¿à¦¦à§à¦§ করবেন? তাহলে আমি সবিনয়ে বলবো, আমাদের কà§à¦·à¦®à¦¾ করবেন। আপনাদের কিছৠযদি বà§à¦¯à¦°à§à¦¥à¦¤à¦¾ থাকে তবে সেটাও সà§à¦¬à§€à¦•à¦¾à¦° করà§à¦¨à¥¤ সবাই নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à§‡ অংশগà§à¦°à¦¹à¦£ করে গণতানà§à¦¤à§à¦°à¦¿à¦• বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ রিসà§à¦Ÿà§‹à¦° করà§à¦¨à¥¤ à¦à¦•à¦Ÿà¦¾ à¦à¦¾à¦²à§‹ সংসদ উপহার দেওয়ার চেষà§à¦Ÿà¦¾à¦° তà§à¦°à§à¦Ÿà¦¿ থাকবে না।
বিà¦à¦¨à¦ªà¦¿ নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à§‡ যাবে না বলে ঘোষণা দিয়েছে, ঠবিষয়ে সাংবাদিকরা দৃষà§à¦Ÿà¦¿ আকরà§à¦·à¦£ করলে তিনি বলেন, বিà¦à¦¨à¦ªà¦¿ যদি à¦à¦®à¦¨ ঘোষণা দিয়েও থাকে, আমরা কী তাদের চা খাওয়ার আমনà§à¦¤à§à¦°à¦£ জানাবো না? কোনও কথাই শেষ কথা নয়।
তিনি বলেন, আজকে আমরা যে সà¦à¦¾ করেছি সেটা নিজেদের মধà§à¦¯à§‡ পরিচিতি পরà§à¦¬ ছিল। কমিশনের করà§à¦®à¦ªà¦°à¦¿à¦§à¦¿ সমà§à¦ªà¦°à§à¦•à§‡ সচিব আমাদের অবহিত করেছেন। সেজনà§à¦¯ তাকে ধনà§à¦¯à¦¬à¦¾à¦¦ জানিয়েছি। আমরা খà§à¦¬ অà¦à¦¿à¦œà§à¦ž নই। তবে কিছà§à¦Ÿà¦¾ অসচà§à¦› হলেও ধারণা আছে। à¦à¦–ানে আমাদের অà¦à¦¿à¦œà§à¦žà¦¤à¦¾ ও দায়িতà§à¦¬ à¦à¦¿à¦¨à§à¦¨ হতে হবে। নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ পরিচালনার টপ লেà¦à§‡à¦² দায়িতà§à¦¬ ইসিকে নিতে হবে।
হাবিবà§à¦² আউয়াল বলেন, আমরা আনà§à¦¤à¦°à¦¿à¦•à¦¤à¦¾, সততা, নিষà§à¦ ার সঙà§à¦—ে দায়িতà§à¦¬ পালন করবো। আমরা কতটা সৎ ছিলাম বা অসৎ ছিলাম, কতটা দায়িতà§à¦¬à¦ªà§‚রà§à¦£ ছিলাম বা দায়িতà§à¦¬à¦¹à§€à¦¨à¦à¦¾à¦¬à§‡ করà§à¦¤à¦¬à§à¦¯ পালন করেছি, সেটি পরে মূলà§à¦¯à§Ÿà¦¨ করতে পারবেন। কিনà§à¦¤à§ আমরা অনà§à¦¤à¦°à§‡à¦° অনà§à¦¤à¦ƒà¦¸à§à¦¥à¦² থেকে আশা ও পà§à¦°à¦¤à§à¦¯à¦¾à¦¶à¦¾ করি, সকলে নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à§‡ অংশ নিয়ে গণতনà§à¦¤à§à¦°à¦•à§‡ সà§à¦¸à¦‚হত করার চেষà§à¦Ÿà¦¾ করবেন।
‘সাংবিধানিক শপথ অনà§à¦¯à¦¾à§Ÿà§€ দায়িতà§à¦¬ পালনের চেষà§à¦Ÿà¦¾ করবো’
সিইসি বলেন, যারা নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ করবেন তাদের জনà§à¦¯ অনà§à¦•à§‚ল পরিবেশ তৈরি করার দায়িতà§à¦¬ কমিশনের রয়েছে। করà§à¦®à¦ªà¦¦à§à¦§à¦¤à¦¿ কী হবে সেটি ঠিক করিনি। তবে জানতে কিছৠজà§à¦žà¦¾à¦¨ আহরণ করেছি। সাংবিধানিক শপথ অনà§à¦¯à¦¾à§Ÿà§€, দায়িতà§à¦¬ পালনের চেষà§à¦Ÿà¦¾ করবো।
তিনি বলেন, নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ বিশাল করà§à¦®à¦¯à¦œà§à¦žà¥¤ বিশেষ করে জাতীয় নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à¥¤ যেখানে রাজনৈতিক দলগà§à¦²à§‡à¦¾à¦° আগà§à¦°à¦¹ থাকে। সবার আবেগ বà§à¦à¦¤à§‡ হয়। নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ সà§à¦·à§à¦ ৠকরতে রাজনৈতিক দলগà§à¦²à§‡à¦¾à¦° à¦à§‚মিকা রয়েছে। নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à§‡à¦° বটম লেà¦à§‡à¦²à§‡ দলগà§à¦²à§‹à¦° অনেক করà§à¦®à§€ থাকে, তাদের দায়িতà§à¦¬ পালন করতে হবে।
‘মাঠছেড়ে চলে আসলে হবে না’
রাজনৈতিক দলগà§à¦²à§‹à¦•à§‡ উদà§à¦¦à§‡à¦¶à§à¦¯ করে সিইসি বলেন, মাঠছেড়ে চলে আসলে হবে না। মাঠে থাকবেন। কষà§à¦Ÿ হবে। জেলেনসà§à¦•à¦¿ পালিয়ে যেতে পারতেন, কিনà§à¦¤à§ তিনি পালননি। তিনি রাশিয়ার সঙà§à¦—ে পà§à¦°à¦¤à¦¿à¦°à§‹à¦§ যà§à¦¦à§à¦§ করে যাচà§à¦›à§‡à¦¨à¥¤
তিনি বলেন, নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à¦¿ পà§à¦°à¦¤à¦¿à¦¦à¦¨à§à¦¦à§à¦¬à¦¿à¦¤à¦¾ হবে। পà§à¦°à¦¤à¦¿à¦¦à§à¦¬à¦¨à§à¦¦à§à¦¬à¦¿à¦¤à¦¾ হলে কিছà§à¦Ÿà¦¾ কà§à¦¯à¦¾à¦“য়াচ ও ধসà§à¦¤à¦¾à¦§à¦¸à§à¦¤à¦¿ হয়। আমি অসà§à¦¬à§€à¦•à¦¾à¦° করবো না আমাদের নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কেনà§à¦¦à§à¦°à§‡à¦° শৃঙà§à¦–লা দেখতে হবে। আমাদের যে সামরà§à¦¥à§à¦¯ দকà§à¦·à¦¤à¦¾ কতটà§à¦•à§ সে অনà§à¦¯à¦¾à§Ÿà§€ আমরা সরà§à¦¬à§‡à¦¾à¦šà§à¦š চেষà§à¦Ÿà¦¾à¦° সঙà§à¦—ে আমাদের ওপর আরোপিত দায়িতà§à¦¬ পালনের চেষà§à¦Ÿà¦¾ করবো। ঠবিষয়ে তিনি গণমাধà§à¦¯à¦®à§‡à¦° সহযোগিতা কামনা করেন।
à¦à¦• পà§à¦°à¦¶à§à¦¨à§‡à¦° জবাবে তিনি বলেন, বà§à¦¯à¦°à§à¦¥à¦¤à¦¾, সফলতা মূলà§à¦¯à§Ÿà¦¨à§‡à¦° পà§à¦°à¦¶à§à¦¨ আসবে। গণমাধà§à¦¯à¦® থেকে আমরা জà§à¦žà¦¾à¦¨ আহরণের চেষà§à¦Ÿà¦¾ করি। à¦à¦‡ মà§à¦¹à§‚রà§à¦¤à§‡ আগের কমিশনের দোষ তà§à¦°à§à¦Ÿà¦¿ নিয়ে বলতে চাচà§à¦›à¦¿ না। কোনও শিকà§à¦·à¦£à§€à§Ÿ থাকলে সেটি আমরা সেটি করবো।
‘বিà¦à¦¨à¦ªà¦¿à¦° আসà§à¦¥à¦¾ ফেরানোর চেষà§à¦Ÿà¦¾ করবো’
বিà¦à¦¨à¦ªà¦¿à¦•à§‡ আসà§à¦¥à¦¾à§Ÿ আনার বিষয়ে à¦à¦• পà§à¦°à¦¶à§à¦¨à§‡à¦° জবাবে কাজী হাবিবà§à¦² আউয়াল বলেন, নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ দলীয় সরকারের অধীনে হয় না। সরকার কিনà§à¦¤à§ নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ করে না। à¦à¦•à¦Ÿà¦¿ সরকার তো থাকবেই। ওয়ান ইলেà¦à§‡à¦¨à§‡ à¦à¦•à¦Ÿà¦¾ সরকার ছিলে, আবার নিরà§à¦¦à¦²à§€à§Ÿ সরকারও ছিল। তাদের অধীনেও কমিশন থাকে। তারা নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à§‡à¦° দায়িতà§à¦¬ দিয়ে থাকে কমিশনকে। আমাদের ওপর যে দায়িতà§à¦¬ অরà§à¦ªà¦¿à¦¤ হয়েছে, আমরা চেষà§à¦Ÿà¦¾ করবো à¦à§‡à¦¾à¦Ÿà¦¾à¦°à¦°à¦¾ যাতে à¦à§‡à¦¾à¦Ÿ দিতে পারে। তাদের আসà§à¦¥à¦¾ অরà§à¦œà¦¨à§‡à¦° চেষà§à¦Ÿà¦¾ করবো।
তিনি বলেন, নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à§‡ অংশগà§à¦°à¦¹à¦£ করে যদি সরে আসি তাহলে হবে না। করà§à¦®à§€à¦¦à§‡à¦° কেনà§à¦¦à§à¦°à§‡ কেনà§à¦¦à§à¦°à§‡ থাকতে হবে। মাঠযদি খোলা পায় তাহলে অবাধে à¦à§‹à¦Ÿ দিতে থাকবে à¦à¦Ÿà¦¾à¦‡ সà§à¦¬à¦¾à¦à¦¾à¦¬à¦¿à¦•à¥¤ আমরা à¦à¦Ÿà¦¾ চাই না। চাই দà§à¦¬à¦¾à¦¨à§à¦¦à§à¦¬à¦¿à¦• মাঠ। পà§à¦°à¦¤à¦¿à¦¦à§à¦¬à¦¨à§à¦¦à§à¦¬à¦¿à¦¤à¦¾ হবে। যদি সবাই মাঠছেড়ে দেয় ইসি অতটা কেয়ার করতে পারবে না।
বিà¦à¦¨à¦ªà¦¿à¦° à¦à§‹à¦Ÿà§‡ না আসার ঘোষণার বিষয়ে সিইসি বলেন, বিà¦à¦¨à¦ªà¦¿ যদি ঘোষণা দিয়েও থাকে, তাদের কি আহà§à¦¬à¦¾à¦¨ জানাতে পারবো না, যে আপনারা আসেন। à¦à¦•à¦Ÿà§ চা খান। কোনও কিছà§à¦‡ শেষ নয়। নো সে ইজ ফাইনাল সে ইন পলিটিকà§à¦¸ (রাজনীতিতে শেষ কথা বলে কিছৠনেই)।
তিনি বলেন, আমাদের সামরà§à¦¥à§à¦¯ শকà§à¦¤à¦¿ অসীম নয়। à¦à¦Ÿà¦¿ সব সময় আপেকà§à¦·à¦¿à¦•à¥¤ পকà§à¦· বিপকà§à¦·à§‡ কথা হয়। নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশন অসীম শকà§à¦¤à¦¿à¦° অধিকারী নয়। যার যার সà§à¦¬ সà§à¦¬ অবসà§à¦¥à¦¾à¦¨ থেকে করণীয় না করলে হবে না। কারও বà§à¦¯à¦°à§à¦¥à¦¤à¦¾ থাকলে সà§à¦¬à§€à¦•à¦¾à¦° করতে হবে।
সিইসি বলেন, নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à§‡à¦° মাঠউতà§à¦¤à¦ªà§à¦¤à¥¤ লেà¦à§‡à¦² পà§à¦²à§‡à§Ÿà¦¿à¦‚ ফিলà§à¦¡ কমিশন à¦à¦•à¦¾ তৈরি করতে পারে না। পলিটিকà§à¦¯à¦¾à¦² লিডারশিপ আওয়ামী লীগ, বিà¦à¦¨à¦ªà¦¿, জাতীয় পারà§à¦Ÿà¦¿ মিলিয়েই কিনà§à¦¤à§ হয়। কিনà§à¦¤à§ আমরা যদি মà§à¦– ফিরিয়ে থাকি, তাহলে দূরতà§à¦¬ বাড়বে। রাজনৈতিক দলগà§à¦²à§‡à¦¾à¦° কাউকে না কাউকে অহংকার বাদ দিয়ে আলোচনা করতে হবে।
‘আমরা সবাইকে নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à¦®à§à¦–ী করতে চাই’
সিইসি বলেন, নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à§‡ দলীয় করà§à¦®à§€ থাকে। তারা à¦à§‡à¦¾à¦Ÿà¦¾à¦°à¦¦à§‡à¦° নিয়ে যায়। তাদের যে à¦à§‚মিকা নেই তা নয়, তাদের à¦à§‚মিকা গà§à¦°à§à¦¤à§à¦¬à¦ªà§‚রà§à¦£à¥¤ যদি গà§à¦°à¦¾à¦‰à¦¨à§à¦¡ লেà¦à§‡à¦²à§‡ নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ দà§à¦°à§à¦¬à¦² হয় তাহলে সমসà§à¦¯à¦¾ তৈরি হয়। আমরা সবাইকে নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à¦®à§à¦–ী করতে চাই। তবে আমাদের কোনও তà§à¦°à§à¦Ÿà¦¿ থাকবে না।
তিনি বলেন, আপনার কি মনে হয়, আমি রাতে গিয়ে সিল মারবো? আমি সরকারি করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾ ছিলাম, অনেকেই তো ছিলেন। à¦à¦Ÿà¦¾ আপেকà§à¦·à¦¿à¦• বিষয়। অনূকà§à¦² পরিবেশের কথা বলেছি। নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশন à¦à¦•à¦•à¦à¦¾à¦¬à§‡ সে লকà§à¦·à§à¦¯ অরà§à¦œà¦¨ করতে পারবে না। আইনশৃঙà§à¦–লা বাহিনীর সঙà§à¦—ে বসবো, অবজারঠকরবো। আমি গà§à¦°à§à¦¤à§à¦¬ দেই à¦à§‡à¦¾à¦Ÿà¦•à§‡à¦¨à§à¦¦à§à¦°à¦•à§‡à¥¤ পà§à¦°à¦¤à¦¿à¦Ÿà¦¿ দলের সà§à¦¬ সà§à¦¬ à¦à¦œà§‡à¦¨à§à¦Ÿ আছে তাদের তাড়িয়ে দিলে জানাতে হবে। তাদের সেখানে অবসà§à¦¥à¦¾à¦¨ করতে হবে। আমরা আশাবাদী, আমাদের ওপর আসà§à¦¥à¦¾ রাখেন।’
সিইসি বলেন, à¦à§‡à¦¾à¦Ÿ à¦à§‡à¦¾à¦Ÿà§‡à¦° নিয়মে হবে। আগের রাতে হতো কিনা জানি না। আমি অসà§à¦Ÿà§à¦°à§‡à¦²à¦¿à§Ÿà¦¾à§Ÿ বসে দিনে à¦à§‡à¦¾à¦Ÿ দিয়েছি। আমি জানি সেটি হয় কিনা। তবে আমরা সেদিকে যেতে চাই না। যদি দেখেন, আমরা সেটি করেছি, আপনারা তখন বলতে পারেন। যদি মানà§à¦·à§‡à¦° আসà§à¦¥à¦¾ বিনষà§à¦Ÿ হয়, তাহলে সেটি ফেরানোর চেষà§à¦Ÿ কি আমরা করবো না? আমাদের আপনারা পরà§à¦¯à¦¬à§‡à¦•à§à¦·à¦£à§‡ রাখেন, আমরা তো সেখানে বাধা দেবো না। রাজনৈতিক দলগà§à¦²à§‡à¦¾ চà§à¦•à§à¦¤à¦¿à¦¬à¦¦à§à¦§ হতে পারে- তারা কেনà§à¦¦à§à¦°à§‡ কোনও সহিংসতা করবে না, সংঘাত তৈরি করবে না।
বিনা পà§à¦°à¦¤à¦¿à¦¦à§à¦¬à¦¨à§à¦¦à§à¦¬à¦¿à¦¤à¦¾à§Ÿ নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ পà§à¦°à¦¸à¦™à§à¦—ে তিনি বলেন, আমরা চেষà§à¦Ÿà¦¾ করবো। আমাদের সামরà§à¦¥à§à¦¯-শকà§à¦¤à¦¿ অসীম নয়। আনà§à¦¤à¦°à¦¿à¦•à¦à¦¾à¦¬à§‡ চেষà§à¦Ÿà¦¾à§Ÿ ঘাটতি থাকবে না। আমি যতটà§à¦•à§ পারবো নিজের সামরà§à¦¥à§à¦¯ অনà§à¦¯à¦¾à§Ÿà§€ চেষà§à¦Ÿà¦¾ করবো। নিরà§à¦¬à¦¾à¦šà¦¨à§‡à¦° সময় অà¦à¦¿à¦¯à§‡à¦¾à¦— পেলে তাৎকà§à¦·à¦£à¦¿à¦• সংশà§à¦²à¦¿à¦·à§à¦Ÿ পà§à¦²à¦¿à¦¶ করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾à¦° সঙà§à¦—ে যোগাযোগ করবো। সে অনà§à¦¯à¦¾à§Ÿà§€ বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ নেবো।
‘ইà¦à¦¿à¦à¦®à§‡à¦° বিষয়ে পরে সিদà§à¦§à¦¾à¦¨à§à¦¤ নেবো’
ইà¦à¦¿à¦à¦® পà§à¦°à¦¸à¦™à§à¦—ে তিনি বলেন, ইà¦à¦¿à¦à¦® নিয়ে কি সিদà§à¦§à¦¾à¦¨à§à¦¤ হবে সেটি à¦à¦–নই বলতে পারবো না। আমরা আলোচনা করবো। ইà¦à¦¿à¦à¦®à§‡à¦° à¦à¦¾à¦²à§‡à¦¾-মনà§à¦¦ আলোচনা করবো। আমি নিজেও ইà¦à¦¿à¦à¦® à¦à¦¾à¦²à§‡à¦¾ করে বà§à¦à¦¿ না। বà§à¦¯à¦¾à¦²à¦Ÿà§‡à¦° à¦à¦¾à¦²à§‡à¦¾ মনà§à¦¦à¦Ÿà¦¾à¦“ বসে দেখবো। পরে সিদà§à¦§à¦¾à¦¨à§à¦¤ নেওয়া যাবে। আমরা নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ সংশà§à¦²à¦¿à¦·à§à¦Ÿ আইনগà§à¦²à§‡à¦¾à¦“ পরà§à¦¯à¦¾à¦ªà§à¦¤ কিনা সেটি দেখবো। নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ পরিচালনায় আমরা গà§à¦°à§à¦¤à§à¦¬ দেবো। আমরা সেনসেটাইজ করবো। পরà§à¦¯à¦¬à§‡à¦•à§à¦·à¦£à¦“ করবো।
ঠসময় নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনার অবসরপà§à¦°à¦¾à¦ªà§à¦¤ জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সà§à¦²à¦¤à¦¾à¦¨à¦¾, বà§à¦°à¦¿à¦—েডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপà§à¦°à¦¾à¦ªà§à¦¤ সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছà§à¦° রহমান ও ইসি সচিব ইসি সচিব মো. হà§à¦®à¦¾à¦¯à¦¼à§à¦¨ কবীর খোনà§à¦¦à¦•à¦¾à¦° উপসà§à¦¥à¦¿à¦¤ ছিলেন।