রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা আজ ২০ এপ্রিল শেষ হচ্ছে। আমরা এই সময়সীমা ২২ জুন পর্যন্ত করব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ জুন পর্যন্ত সময়সীমা একই শর্তে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কেন সময়সীমা বাড়ানো হচ্ছে, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এ পর্যন্ত আমাদের কাছে ২০টি রাজনৈতিক দলের সময়সীমা বাড়ানোর আবেদন জমা পড়েছে। বিভিন্ন মেয়াদে সময়সীমা বাড়াতে তারা আবেদন করেছেন।’

তিনি বলেন, ‘কেউ ২ মাস কেউ ৬ মাস পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করেছে। সব মিলিয়ে এটা কমিশনের সিদ্ধান্ত সময়সীমা বাড়ানোর,’ বলেন তিনি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আজ বিকেল পর্যন্ত নতুন নিবন্ধনের জন্য ৬৫টি রাজনৈতিক দল আবেদন করেছে। এছাড়া নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য ৪৬টি দল আবেদন করেছে।

এদিকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায় এখন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নতুন আবেদন পড়েছে ৬৫টি। এছাড়া ৪৬টি দল সময় বৃদ্ধির জন্য আবেদন করেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও তালিকা তৈরি হচ্ছে।

এর আগে নির্বাচন কমিশন মার্চে নিবন্ধনের আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছিল। তার সর্বশেষ মেয়াদ ছিল আজ পর্যন্ত।