আয়োজক দেশ শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে ৮ উইকেটের দুর্দান্ত জয়ে আসর শুরু করেছে আফগানিস্তান।ওই ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো বিভাগেই আফগানদের কাছে পাত্তা পায়নি স্বাগতিক শ্রীলঙ্কা।আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দারুণ বোলিংয়ের পর দুই ওপেনারের ঝড়ো ব্যাটিং, সব মিলিয়ে গতকালের ম্যাচে আফগানরা ছিল দুর্দান্ত। তাই নবিদের এমন পারফরম্যান্সের পর পাপন যেন নিজের দল নিয়ে চিন্তায় পড়ে গেছেন।

টিম হোটেলে দলের সঙ্গে দেখা করতে যান বিসিবি বস। সেখানে  উপস্থিত সাংবাদিকদের পাপন বলেছেন, ‘দলের সবার সঙ্গে দেখা করতে এসেছিলাম। খেলাটাও (আফগানিস্তান-শ্রীলঙ্কা) দেখা হলো। আসলে আমি নিজের দলকে নিয়েই চিন্তিত।’

এরপরই অবশ্য দলকে উজ্জীবিত করতে পাপন বলেন কোনো দলকেই ভয় পান না। সেইসাথে বিসিবি সভাপতির বিশ্বাস সব ম্যাচই জিতবে টাইগাররা। সাংবাদিকদের পাপন বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না। আমরা প্রথম ম্যাচ থেকেই জিততে চাই। যাতে ভালো অবস্থানে থাকি। আমাদের প্রত্যেক খেলোয়াড় আশাবাদী এবং আত্মবিশ্বাসী। আমরা সবগুলো ম্যাচই জিতব। শ্রীলঙ্কাও ভালো দল। প্রত্যেকটা দলই ভালো। আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ, আমরা এটার ওপরই মনোযোগ রাখছি। এটা যদি জিতে যাই ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথেও জিতব।’

পাপন যতই বলুন না কেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থা যে নাজুক সেটা কারও অজানা নয়। কয়েকদিন আগেও জিম্বাবুয়ের সঙ্গেও সিরিজ খোয়াতে হয়েছে দলকে। কুড়ি ওভারের ফরম্যাটের ক্রিকেটে শেষ ১৯ ম্যাচে, মাত্র চারটিতে জিতেছে বাংলাদেশ। এ ছাড়া এবারের এশিয়া কাপে দলে ইনজুরিতে ছিটকে গেছেন একাধিক ক্রিকেটার।

তাই আফগানদের এমন আগ্রাসী ক্রিকেট আর হেরে যাওয়া লঙ্কান দলের অধিনায়ক দাসুন শানাকার হুঙ্কার-বাংলাদেশ দল অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ,  সব মিলিয়ে ঘুরে দাঁড়াতে হলে বেশ বড় বাধাই পার হতে হবে সাকিব আল হাসানদের।