পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাড়ে দশ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে। সোমবার (৯ই জানুয়ারি) সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডাব্লিউটিসির আরিচা কার্যলয়ের ডিজিএম মোহাম্মদ খালিদ নেওয়াজ বলেন, রবিবার রাত সাড়ে ১০ টা থেকে পদ্মা নদীতে ঘন কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায়। এতে নৌ-দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। যার ফলে যাত্রী এবং যানবাহনের জান-মালের নিরাপত্তার কথা ভেবে নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকালে ৯টার দিকে ঘন কুয়াশা তীব্রতা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।