ঝিনাইদহের আঠারো মাইল নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় সরকারি ভেটেনারি কলেজের ভিপিসহ তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী।
এ ঘটনায় নিহতরা হলেন- ওই কলেজের ভিপি মুরাদ হোসেন (২৫), একই কলেজের সহপাঠী তৌহিদুল ইসলাম (২৩) ও সমরেশ কুমার (২২)। নিহত মুরাদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার নারকেলবাড়িয়া এলাকায় এবং তৌহিদুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম জানান, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ১৭ মাইল নামক স্থানে রাস্তার পাশে বিদ্যুতের পিলারবাহী একটি ট্রাক দাড়িয়ে ছিল। সেসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরও একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। দুর্ঘটনার পর ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।