১৬ বছরের মধ্যে প্রথমবার ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিলো নেদারল্যান্ডস। শেষ ষোলোর ম্যাচে রোমানিয়াকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। ২০০০ সালের পর প্রথমবার ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউটে উঠেছিল রোমানিয়া। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়া দলটি নেদারল্যান্ডসের কঠিন পরীক্ষা নিতে পারেনি। অনেকটা একপেশে ম্যাচ খেলে মিউনিখের অ্যালিয়েঞ্জ এরেনায় কমলা উৎসব করেছে ডাচরা। ডনিয়েলে মালেনের জোড়া গোলে শেষ ষোলোতে ৩-০ গোলে জিতেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। তাতে ২০০৮ সালের পর প্রথমবার ইউরোর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস।
ম্যাচের পুরো সময়টাই আধিপত্য বিস্তার করে খেলেছে ডাচরা। বল দখলের পরিসংখ্যান দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে। ম্যাচের ৬৫.১ শতাংশ বল দখলে রেখেছিলো নেদারল্যান্ডস। মাত্র ৩৪.৯ শতাংশ বল দখলে ছিলো রোমানিয়ার। রোমানিয়ার গোলবার লক্ষ্য করে ২৩টি শট নেয় নেদারল্যান্ডস, যার ৬টি টার্গেটে রাখে তারা। বিপরীতে মাত্র ৫টি শট নিয়ে একটি টার্গেটে রাখতে পারে রোমানিয়া।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে নেদারল্যান্ডস। দলগত প্রচেষ্টায় ম্যাচের ২০ মিনিটের সময় প্রথম গোলটি করেন কোডি গ্যাপকো। প্রথমার্ধে এরপর আর কোন গোলের দেখা পায়নি কেউই।
দ্বিতীয়ার্ধে রোমানিয়া গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে। বেশ গুছিয়ে কয়েকটি আক্রমণ করে নেদারল্যান্ডসের ডি-বক্সে। এরই মধ্যে ম্যাচের ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করে বসেন ডাচ খেলোয়াড় ড্যানিয়েল ম্যালেন। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরও একটি গোল করেন ম্যালেন।
খেলায় প্রায় সমান সংখ্যক ফাউল করেছেন দুদলের খেলোয়াড়েরা। নেডারল্যান্ডসের ৯টি ফাউলের বিপরীতে রোমানিয়া ৮টি ফাউল করে।