প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার দেশে উল্লেখযোগ্যহারে দারিদ্র্য বিমোচন ও শিক্ষার সুযোগ বৃদ্ধি করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকায় দেয়া সাক্ষাতকারে তিনি একথা জানান। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। শেখ হাসিনা বলেন সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল, রোহিঙ্গা সমস্যা সমাধান, করোনা মোকাবেলা বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পর ওয়াশিংটনে সপ্তাখানেক অবস্থন শেষে সোমবার মধ্যরাতের পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিসভার সদস্য ও উর্ধতন সরকারি কর্মকর্তারা।
ওয়াশিংটনে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতকার গ্রহণ করে ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক পেতুলা ডি’ভোরাক। দীর্ঘ সাক্ষাতকারটি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে সোমবার। প্রতিবেদনটির শুরুতে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ায় দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতাও রয়েছে।
সাক্ষাতকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে দারিদ্র্যের হার কমেছে, বেড়েছে শিক্ষার সুযোগ। উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ বর্তমানে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশের দিকে এগোচ্ছে। অসহায় ও ভূমিহীনদের থাকার জায়গা করে দিয়েছে। অনেক প্রতিকূলতা সত্ত্বেও দেশ এগিয়ে চলছে।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের ব্যাপারে তার সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন। তিনি বলেন এই ব্যাপারে তাঁর সরকার সব সময়ই জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হলেও, এখন তাদের মিয়ানমারে ফিরতে হবে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা নেয়া উচিত বলেও ওয়াশিংটন পোস্টকে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।