রাজধানীর মিরপুরের দারুসসালামে দুই যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে দারুসসালামের আহমদ নগরের হাড্ডিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন জানান, এখনও তারা ঘটনাস্থলে রয়েছে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। কেন- কী কারণে হত্যা করা হয়েছে, সে বিষয়ে জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি।