বাড়ির অদূরে ক্ষেত দেখতে যান রাজা মিয়া (৪৬) ও শাহাজাহান আলী (৪৫)। সন্ধ্যার কিছু আগে সেখানে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়। পরে রাতে মাঠের ওই জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত দুজন সম্পর্কে বিয়াই। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনাজপুরের নবাবগঞ্জের মাহমুদপুর ইউনিয়নের পদুমহার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: ওই এলাকার জনাব আলীর ছেলে রাজা মিয়া (৪৬) এবং ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা এলাকার ইলিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৪৫)।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার আগমুহূর্তে বিয়াই শাহাজাহানকে নিয়ে বাড়ির অদূরে করলার ক্ষেত দেখতে যায় রাজা মিয়া। করলার ক্ষেতে অবস্থানকালীন সময়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই বজ্রপাতে তাদের দুজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। 

এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।