দিনাজপুর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন সময় অনুযায়ী গণিত পরিক্ষা ১০ই অক্টোবর সোমবার, কৃষি শিক্ষা-১১ই অক্টোবর মঙ্গলবার, পদার্থ বিজ্ঞান-১৩ই অক্টোবর বুধবার এবং রসায়ন-১৫ই অক্টোবর  বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২২শে সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২২শে সেপ্টেম্বর) কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয় বিষয়ে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এরপরই দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সই করা বিজ্ঞপ্তিতে চার বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানানো হয়। ওই চার বিষয় হলো- গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়ন।

এর মধ্যে গণিত বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল ২২শে সেপ্টেম্বর বৃহস্পতিবার। এছাড়া ২৪শে সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান, ২৫শে সেপ্টেম্বর কৃষিবিজ্ঞান ও ২৬শে সেপ্টেম্বর রসায়ন বিষয়ের পরীক্ষার হওয়ার কথা ছিল।

এদিকে এ ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষিবিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া। এ নিয়ে ছয়জনকে গ্রেফতার করা হলো।

এর আগে একই ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ইংরেজি শিক্ষক আমিনুর রহমান রাসেল ও ইসলাম শিক্ষার শিক্ষক জোবায়ের ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।