চেন্নাই টেস্টে অবিশ্বাস্য শুরু করেছে বাংলাদেশ। টস জিতে বোলিং নিয়েই চেপে ধরেছে স্বাগতিকদের। দলীয় ৩৪ রানের মধ্যেই তিন উইকেট হারাল ভারত। রোহিত, গিলের পর এবার সাজঘরে ফিরলেন তারকা ব্যাটার বিরাট কোহলি। তিনটি উইকেটই নিয়েছেন পেসার হাসান মাহমুদ। হাসান মাহমুদের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দেন কোহলি। এই প্রতিবেদন খেলা পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৫৭ রান।
সকালে নাজমুল হোসেন শান্তর টস জেতা থেকে শুরু করে প্রথম দিনের প্রথম সেশনের পুরোটাই দাপট দেখিয়েছে বাংলাদেশের বোলাররা। পেস বোলার হাসান মাহমুদ ভারতীয় ব্যাটসম্যানদের জাদুমুগ্ধ করে তুলে নিয়েছেন তিনটি উইকেট। একে একে ফেরত গেছেন রোহিত শর্মা, শুভমান গিল আর বিরাট কোহলি। রোহিত শর্মা আর বিরাট কোহলি দু’জনই মাত্র ছয় রান করতে সক্ষম হন। অন্যদিকে, গিল ফিরেছেন শূণ্য হাতে।
টেস্টের প্রথম সেশনে হাসান মাহমুদের বলে সেকেন্ড স্লিপে দাড়ানো টাইগার অধিনায়ক নাজমুল শান্তের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ১৯ বল খেলে ৬ রান করেন তিনি। রোহিত ফিরে যাওয়ার পর মাঠে নেমেছেন শুভমান গিল। সাথে আছেন আরেক উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সওয়াল।
এরআগে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত। বাংলাদেশের হয়ে প্রথম ওভারটি করেন বাংলাদেশ দলের গতিদানব তাসকিন আহমেদ। টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স এবার ভারত বধ করতে আত্মবিশ্বাস যোগাচ্ছে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করার পার তাই ভক্ত সমর্থকরা আবারও আশায় বেধেঁছেন বুক। টাইগার অধিনায়ক নাজমুল শান্তর কন্ঠেও শোনা গেছে সেই কথার প্রতিধ্বনী।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে মোট ১৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে ১১টিতেই ভারত জিতেছে। আর ড্র হয়েছে ২টি খেলা। সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে দু’দল সবশেষ মুখোমুখি হয়েছিলো ২০২২ সালে ঢাকায়। ওই ম্যাচেও বাংলাদেশ দল হেরেছিলো ৩ উইকেটে।
বাংলাদেশ দল: শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।