মিরপুর টেস্টে প্রথম দিনে আয়ারল্যান্ডকে ২১৪ রানে অলআউট করেও স্বস্তিতে নেই বাংলাদেশ। শেষ সেশনে মাত্র ১০ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে বসেছে। টাইগাররা এখন পিছিয়ে ১৮০ রানে।

আজ (মঙ্গলবার) টেস্টের প্রথম দিনে ৭৭ ওভার ২ বলে অলআউট হয় আইরিশরা। তাইজুল একাই নিয়েছেন ৫ উইকেট। জবাবে বাংলাদেশ ১০ ওভার ব্যাট করে ২ উইকেটে তুলেছে ৩৪ রান।

সকালে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। তবে খেলার শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের বোলাররা।

দলীয় ১৩ রানে প্রথম উইকেট তুলে নিয়ে আইরিশদের ধাক্কা দেন পেসার শরিফুল ইসলাম। এরপর দলীয় ২৭ রানের মাথায় এবাদত ১৫ রান করা জেমস ম্যাককালামকে শান্তর ক্যাচ বানান।

দ্রুত দুই উইকেট হারানো আয়ারল্যান্ডকে তৃতীয় ধাক্কাটা দেন স্পিনার তাইজুল ইসলাম। ২২তম ওভারে বোলিংয়ে এসে দলের সেরা ব্যাটার বালবার্নিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ৫০ বলে এই ব্যাটার করেন ১৬ রান।

৪৮ রানের মাথায় তিন উইকেট হারানো আইরিশরা এরপর হ্যারি টেক্টও আর কার্টিস ক্যাম্ফারের ব্যাটে প্রতিরোধ গড়ে। এই দুজন মিলে গড়েন দারুণ এক জুটি। ৪২তম ওভারে মিরাজ যখন হ্যারি টেক্টরকে ফেরান আয়ারল্যান্ডের রান তখন ১২২। হ্যারি ৯২ বলে খেলেন ৫০ রানের ইনিংস। এরপর ২ রানের মধ্যে দ্রুত আউট হয়ে ফেরেন পিটার মুর আর ক্যাম্ফার। দুজনকেই নিজের শিকার বানান তাউজুল। ক্যাম্ফার ৩৪ আর মুর করেন ১ রান।

এরপর অবশ্য আবার জুটি গড়ে আয়ারল্যান্ড। ১৫৯ রানের মাথায় এই জুটি ভাঙেন এবাদত হোসেন। ১৯ রান করা ম্যাকব্রিনকে ক্যাচ বানান মুমিনুল হকের।

এরপর একমাত্র লরকান টাকার ছাড়া আর কোনো আইরিশ বাংলাদেশের সামনে প্রতিরোধ গড়ার সুযোগ পাননি। যে কারণে ২১৪ রানেই থামে আইরিশরা। তাইজুল ইসলাম ২৮ ওভার বল করে ৫৮ রানে নেন ৫ উইকেট। এছাড়া এবাদত হোসেন ও মেহেদি মিরাজ নেন দুইটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। মার্ক আদায়ারের বলে ০ রানে আউট হন নাজমুল শান্ত। এরপর জুটি গড়েন তামিম ও মুমিনুল। তবে দিনের শেষ বলে এ জুটি ভাঙেন অ্যান্ডি ম্যাকব্রিন। ৩৬ বলে ২১ রান করা ওপেনার তামিম ইকবালকে ফেরান তিনি। তামিমের বিদায়ের পরই দিনের সমাপ্তি টানেন আম্পায়ার।