জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারত সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে নয়াদিল্লীর প্রগতি ময়দানে ভারত মান্দাপাম কনভেনশন সেন্টারে উদ্বোধনী অধিবেশনে যোগ দেন তিনি।

জি-২০ শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুপুরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দুদেশের পারস্পারিক সম্পর্ক ও নানা বিষয়ে আলোচনা করেন তাঁরা।

No description available.

এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

দুটি বৈঠকেই প্রধানমন্ত্রীর কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ উপস্থিত ছিলেন। এসময় দুদেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা বৈঠকে ছিলেন।

No description available.

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজের সাথেও দ্বিপাক্ষিক বৈঠকের কথা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।