জি টোয়েন্টি সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে তিন দিনের সফরে ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দুপুরে দিলির পালাম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তাঁর বাসভবনে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ভারতের প্রধানমন্ত্রীর আবাসস্থল পঞ্চবটীতে আপ্যায়ন করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সফরকালে দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই ও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
ভারতের রাজধানী নয়া দিল্লিতে শনিবার থেকে শুরু হচ্ছে দুই দিনের জি-২০ শীর্ষ সম্মেলন। বাংলাদেশ এই ফোরামের সদস্য না হলেও আমন্ত্রিত অতিথি হয়ে এতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার, সকাল ১১টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রায় সোয়া দুই ঘন্টার যাত্রা শেষে দুপুর সোয়া একটায় দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরের প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদির বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর পর দুই নেতা একান্ত বৈঠক করবেন। বৈঠক শেষে প্রথা ভেঙে হায়দ্রাবাস হাউজ কিংবা সাউথ ব্লকের পরিবর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করা হবে নরেন্দ্র মোদির আবাসস্থল পঞ্চবটীতে। আন্তরিকতার বিশেষ বার্তা দিতে প্রধানমন্ত্রীকে সেখানে আপ্যায়ন করা হবে বলে মনে করছে ভারতীয় গণমাধ্যম।
শনিবার জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের বিভিন্ন ইভেন্টেও অংশ নেবেন তিনি। এর পাশাপাশি সৌদি আরবের প্রিন্স, আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সফর শেষে রোববার বিকেলে দেশে ফেরার কথা রযেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।