দুঃশাসনের মাত্রা গোটা দেশকে একটি বন্দিশালায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার (২৮শে আগস্ট) সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সারাদেশে শুরু হওয়া তাদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সহায়তায় হামলা নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসীন দল।

তিনি বলেন, আমরা আগেও বলেছি ওবায়দুল কাদের সাহেবরা বিভ্রান্তির কথা বলে মানুষের মন জয় করার চেষ্টা করবেন। দুঃশাসনের মাত্রা গোটা দেশকে একটি বন্দিশালায় পরিণত করেছে। এখানে ছাত্র শিক্ষক বিরোধী দল এবং যারা অধিকার নিয়ে কাজ করেন প্রত্যেকেই এ সরকারের গুমের শিকার হয়েছেন না হয় হত্যার শিকার হয়েছেন।

ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, আপনি বলবেন মন্ত্রীদের বাড়িতে লোডশেডিং হওয়া দরকার। তাদের বাড়িতে তো লোডশেডিং হবে না। তাদের মন্ত্রীপাড়ার বাইরের নিজেদের বাড়িতেও লোডশেডিং হবে না। ওখানে বিদ্যুৎ থাকবে কিন্তু গোটা জাতি অন্ধ অমানিশার মধ্যে দিন পার করবে। এই গরমের মধ্যে কি ভয়ঙ্কর একটি পরিস্থিতি।

বিএনপি’র এই মুখপাত্র বলেন, নজরুল বাংলাদেশের কবি। নজরুল বাংলাদেশের জাতীয়তাবাদে বড় ধরনের একটি উপাদান তৈরি করেছেন। বাংলাদেশের জাতীয়তাবাদের জাতীয় উপাদান আছে এখানে মানচিত্র ভৌগোলিক সীমানা একই রাষ্ট্র গঠনের সবকিছু মিলিয়ে নজরুলের মাধ্যমিক পরিপূর্ণতা এসেছে।

রিজভী বলেন, আমাদের স্বাধীনতার যুদ্ধে নজরুল ছাড়া মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হননি। বিপ্লবের গান মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছিল। নজরুল ছিলেন মুক্তিযুদ্ধের সবচাইতে প্রেরণা দানকারী একজন কবি। এজন্য নজরুল আজকে স্বাধীন বাংলাদেশের একজন অভিন্ন সত্তা। নজরুল যে তোর শাসনের অবসান চেয়েছেন সেই দোষ শাসন কিন্তু এখন ভুরি ভুরি।