উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দাপট দেখিয়েও দুই আত্মঘাতী গোলে জয়বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল (বৃহস্পতিবার) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সেভিয়ার সাথে ২-২ গোলে ড্র করেছে ম্যানইউ।
খেলার মাত্র ১৪ মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে নেন মার্শেল সাবিতজার। ব্রুনো ফার্নান্দেজের নিখুঁত পাস থেকে গোল করতে কোনো ভুল করেননি অস্ট্রিয়ান তারকা। এর সাত মিনিট পরই ব্যবধান বাড়ায় ম্যানইউ। এবারও গোল করেন সাবিতজার। মার্শিয়ালের বাড়ানো ক্রস তিনজনের ওপর দিয়ে লাফিয়ে হেডে দুর্দান্ত এক গোল করেন বায়ার্ন মিউনিখ থেকে ধারে খেলতে আসা স্ট্রাইকার।
২১ মিনিটের মধ্যেই দুর্দান্ত দু’টি গোল। এরপরও ম্যাচজুড়ে চলতে থাকল দাপট। সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জয় মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু শেষ ১০ মিনিটে সব উলটপালট হয়ে যায়।
আগেই পাঁচ পরিবর্তন করা ম্যানইউর আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস চোট পেয়ে মাঠ ছাড়লে খেলতে হয় ১০ জন নিয়ে। এই সুযোগে চাপ বাড়ায় স্প্যানিশ দলটি। সুফলও পেয়ে যায় তারা। ৮৪তম মিনিটে জেসুস নাভাসের বাড়ানো বল ইউনাইটেডের ডাচ ডিফেন্ডার তাইরেল মালাসিয়ার পায়ে লেগে ঢুকে যায় গোলপোস্টে। এরপর ৯৩ মিনিটে এল নাসরির হেড ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারের মাথায় লেগে দিক বদলে ঢুকে যায় জালে। তাতে ঘরের মাঠে পুরোপুরি হতভম্ব ম্যানইউ। মাঠ ছাড়তে হয় ২-২ গোলের ড্র নিয়ে।