দীর্ঘ দুই বছরের বিরতির পর আবারও ঐতিহ্যবাহী ‘লা টমাটিনা’ উৎসবে মাতল স্পেন। করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর এই উৎসব হয়নি। তবে বুধবার (৩১ আগস্ট) করোনা মহামারির আগের মতোই ব্যাপক আনন্দ আর উদযাপনে অনুষ্ঠিত হয় টমেটো মাখামাখির এই উৎসব। এসময় অংশগ্রহণকারীরা একজন অন্যজনের দিকে আনন্দ করে নিক্ষেপ করেন টমেটো। স্প্যানিশ টমেটোপ্রেমীদের অন্যতম উৎসব এটি। উৎসবটি দেখতে ভীড় জমান হাজারো দর্শনার্থী।

উৎসবের দেশ স্পেনে প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবার বুনোল শহরে উদযাপিত হয় টমেটো উৎসব। করোনার কারণে গত দুই বছর এই উৎসবের আয়োজন হয় নি। তবে এবার কোনো বিধিনিষেধ না থাকায় জমকালো আয়োজনে পালিত হয়েছে উৎসবটি।

বিশ্বের সবচেয়ে বড় খাদ্যযুদ্ধের খেতাব পাওয়া এ উৎসবে ১০০ টনেরও বেশি টমেটো রাস্তায় ফেলা হয়। এসব টমেটোই একজন আরেকজনের গায়ে নিক্ষেপ করে। উৎসব শুরুর কয়েক মিনিটের মাঝেই টমেটোর রঙে অংশগ্রহণকারীদের আপাদমস্তক ধারণ করে লাল বর্ণে। এভাবেই ঘণ্টাব্যাপী চলে টমেটো যুদ্ধ। উৎসবে অংশগ্রহণকারীদের মেনে চলতে হয় বিশেষ কিছু নিয়ম। উৎসবের পর টমেটোগুলো পরিষ্কারের কাজটাও করেন অংশগ্রহনকারীরা।

প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার পর্যটকের আগমন ঘটে এই উৎসবে। প্রস্তুতি নিতে হয় মূল উৎসব শুরুর এক সপ্তাহ আগে থেকেই। উৎসব উপলক্ষে বুনোল শহরের নানা স্থানে বসে গানের আসর। আতশবাজিও চলে সপ্তাহজুড়ে।

দীর্ঘ সত্তর বছর ধরে হয়ে আসা টমেটো উৎসবের ইতিহাস বলছে, ১৯৪৪ সালের দিকে ভ্যালেন্সিয়ার গ্রামটিতে শুরু হয় উৎসবটি।