রংপুরের পীরগাছা থানার উপরিদর্শক (এসআই) স্বপন কুমার রায়ের বিরুদ্ধে দুই বৃদ্ধকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার রাতে ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। অভিযুক্ত স্বপনের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র এসআই স্বপন কুমার রায়কে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সরেস চন্দ্র বলেন, পীরগাছার দুই ব্যক্তি গতকাল থানায় মৌখিকভাবে জানিয়েছেন যে এসআই স্বপন কুমার তাঁদের ধর্ষণ করেছেন। এর মধ্যে একজন ভ্যানচালক। তাঁর বয়স ৫০। তাঁকে অসুস্থ অবস্থায় ভ্যানে করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছিল। অন্যজন নৈশপ্রহরী। তাঁর বয়স (৫৫)।
ভুক্তভোগী দুজনের মধ্যে ভ্যানচালক অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গতকাল কোনো এক সময় ধর্ষণের শিকার হন বলে অভিযোগ। নৈশপ্রহরীকে সাত দিন আগে ওই পুলিশ কর্মকর্তা ধর্ষণ করেন বলে অভিযোগ।
বিজ্ঞাপন
এদিকে এ ঘটনা জানাজানি হলে পীরগাছার বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রাতে জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর নির্দেশে অভিযুক্ত স্বপন কুমার রায়কে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে আজ শুক্রবার এসআই স্বপন কুমার রায়ের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।