রাজধানীর শাহবাগ থানায় নাশকতার দুই মামলায় হাজিরা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতা। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ই জানুয়ারি। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে তাঁরা আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন।
অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বও চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এর আগে হাজিরা দিতে সকাল ৮টার দিকে মির্জা ফখরুলসহ বএিনপি নতোরা উপস্থিত হন আদালতে।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০১৯ সালে হাইকোর্টের সামনে বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়। এসময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহবাগ থানায় বিএনপি ৭০ জনকে আসামি করে দুটি মামলা করে পুলিশ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা জানান, ‘২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থতি হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।