দুদিন পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৪ হাজার ৫০১ টাকা।
মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দামে, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ১৮ হাজার ৮৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১ হাজার ৮৬১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম ৮৪ হাজার ২১৪ টাকা।
সোনার দাম বেড়ানোর পাশাপাশি, রুপার দাম অপরিবর্তিত থাকবে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ১ হাজার ২৮৩ টাকা।