শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চারদিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া লক্ষীপূজা উপলক্ষেও দুই দিন আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৭ই অক্টোবর) সকালে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১শে অক্টোবর শনিবার থেকে ২৪শে অক্টোবর মঙ্গলবার পর্যন্ত এবং ল²ীপূজা উপলক্ষে ২৭শে অক্টোবর শুক্রবার থেকে ২৮শে অক্টোবর শনিবার পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে মাঝখানে বুধবার ও বৃহস্পতিবার আমদানি-রপ্তনি চলবে।